#morningtribune#du

ঢাবিতে চারুশিল্পীদের ৫ দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী শুরু

ঢাবি প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদে শুরু হয়েছে ‘বহে কাল নিরবধি’ শীর্ষক পাঁচ দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী। বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাক্তন ও বর্তমান চারুশিল্পীদের নিয়ে এ আয়োজন করা হয়েছে।

আজ শুক্রবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

উদ্বোধনকালে ঢাবি উপাচার্য বলেন, শিল্পীরা সবসময় সমাজকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে থাকেন। মানুষের রুচি তৈরি করতে এবং সুন্দর সমাজ গঠন করতে শিল্পীদের ভূমিকা অনস্বীকার্য। একটি গঠনমূলক এবং সৃজনশীল সমাজ প্রতিষ্ঠায় শিল্পীরা নিরলস কর্মী।

প্রদর্শনীতে ৩৫ জন শিল্পীর ৩৫টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। এই প্রদর্শনী প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *