নিজস্ব প্রতিবেদক
ঢাকায় পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। তিনি বিক্রম কুমার দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হচ্ছেন। দোরাইস্বামী ইতোমধ্যে ঢাকা ত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন সূত্র জানায়, বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে নতুন হাইকমিশনার ঢাকায় এসেছেন। তিনি শিগগির রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করবেন।
এর আগে তিনি ভিয়েতনামে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। প্রণয় কুমার ভার্মা ১৯৯৪ সালে ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যোগ দেন। তিনি হংকং, সানফ্রানসিসকো, বেইজিং, কাঠমান্ডু ও ওয়াশিংটনে দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হবেন প্রণয় কুমার ভার্মা।