বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির নবনির্বাচিত সভাপতি মো: মাহবুবুর রহমান মাসুম ও সাধারণ সম্পাদক ফুয়াদ হোসেন।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী, সুনামগঞ্জের কৃতি সন্তান মাহবুব মাসুম ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (ডিইউডিএস) এর নব নির্বাচিত সভাপতি হয়েছেন। তিনি বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে পূর্বে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও রাষ্ট্রবিজ্ঞান ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।
তিনি মোট ১৭ টি ভোটের মধ্যে পেয়েছেন ১১ টি ভোট।
অন্যদিকে খুলনার কৃতি শিক্ষার্থী ফুয়াদ হোসেন, মুহসীন হল ডিবেটিং ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তিনি ১৭ ভোটের মধ্যে পেয়েছেন ১২ ভোট।