#গ্রেফতার#আটক

টি–টোয়েন্টি বিশ্বকাপের নতুন অধিনায়ক সাকিব

অনলাইন ডেস্কঃ

এশিয়া কাপের নতুন অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করা হবে, এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছিল। সেই গুজন সত্যিও হয়েছে।

শনিবার (১৩ আগস্ট) বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় একান্তে বৈঠক করেন টাইগার অলরাউন্ডার সাকিব।

তবে সাকিবকে কেবল এশিয়া কাপই নয়, অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অধিনায়ক হিসেবেই নির্বাচিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গুলশানে আজ এশিয়া কাপের দল ঘোষণার সময় ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমে বলেন, ‘আমাদের সামনে এশিয়া কাপ আছে, এরপর নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ আছে। এরপরই বিশ্বকাপ। আমরা এই কয়টা সিরিজের জন্য সাকিব আল হাসানকে অধিনায়ক হিসেবে ঘোষণা করছি।’

দলের ভাইস ক্যাপ্টেনও নির্বাচন করেছে বিসিবি। তবে আজই তার নাম ঘোষণা করা হয়নি। জালাল ইউনুস আরও যোগ করেন, ‘ভাইস ক্যাপ্টেনও ঠিক করা হয়েছে, সেটা দল উড়াল দেওয়ার আগে জানা যাবে।

বৈঠক শেষে সাংবাদিকদের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনূস জানান, আগামী সিরিজগুলোতে সাকিবই অধিনায়ক থাকছে। আসন্ন এশিয়া কাপ থেকেই শুরু হবে তার নতুন অধিনায়কত্ব।

তিনি আরও জানান, জালাল ইউনূস বলেন, সাকিব তার ভুল বুঝতে পেরেছেন। আসন্ন এশিয়া কাপ, নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং বিশ্বকাপের জন্য অধিনায়ক করা হয়েছে সাকিবকে।

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *