জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের

আজ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল রোববার (৩১ জুলাই) থেকে শুরু হবে। এদিন সকাল ৯টায় সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা দিয়ে জাবির এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। জাবির কেন্দ্রীয় ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
ভর্তি পরীক্ষার সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আবু হাসান বলেন, ভর্তি পরীক্ষা সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জালিয়াতি ঠেকাতে কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আমরা পরীক্ষা নিতে পুরোপুরি প্রস্তুত।চলতি বছর ১ হাজার ৮৮৮টি আসনের বিপরীতে ২ লাখ ৮৪ হাজার ৬০৬ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবেন। সেই হিসেবে প্রতি আসনের জন্য লড়বেন ১৫১ শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘সি’ ইউনিটে ৪৬৬টি আসনের বিপরীতে ৫৩ হাজার ৪৩০ জন ভর্তি-ইচ্ছুক পরীক্ষা দেবেন। পরের দিন সোমবার ‘বি’ ইউনিটভুক্ত সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ইউনিটের আসনসংখ্যা ৩৮৬। আবেদনকারীর সংখ্যা ৪৮ হাজার ৩৪৮। মঙ্গলবার ‘এ’ ইউনিটের অধীন গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার সকালে প্রথম শিফটে (সকাল ৯টা থেকে ১০টা) এ ইউনিটের বাকি ভর্তি-ইচ্ছুকদের পরীক্ষা হবে। ‘এ’ ইউনিটে আসন ৪৬৬। পরীক্ষায় অংশ নেবেন ৭৬ হাজার ৩৭৯।

বুধবার ‘ডি’ ইউনিটভুক্ত জীববিজ্ঞান অনুষদেরও ভর্তি পরীক্ষা হবে। পরের দিন বৃহস্পতিবার আরও তিনটি শিফটে এই ইউনিটের বাকি শিক্ষার্থীদের পরীক্ষা হবে। ‘ডি’ ইউনিটে ৩২০ আসনের বিপরীতে আবেদনকারী ৮৭ হাজার ৭২৮। প্রথম তিনটি শিফট পরে বৃহস্পতিবার ‘ঙ’ ইউনিটের অধীন বিজনেস স্টাডিজ অনুষদ ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ-জেইউ) ভর্তি পরীক্ষা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *