বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘সি’ ইউনিটে ৪৬৬টি আসনের বিপরীতে ৫৩ হাজার ৪৩০ জন ভর্তি-ইচ্ছুক পরীক্ষা দেবেন। পরের দিন সোমবার ‘বি’ ইউনিটভুক্ত সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ইউনিটের আসনসংখ্যা ৩৮৬। আবেদনকারীর সংখ্যা ৪৮ হাজার ৩৪৮। মঙ্গলবার ‘এ’ ইউনিটের অধীন গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার সকালে প্রথম শিফটে (সকাল ৯টা থেকে ১০টা) এ ইউনিটের বাকি ভর্তি-ইচ্ছুকদের পরীক্ষা হবে। ‘এ’ ইউনিটে আসন ৪৬৬। পরীক্ষায় অংশ নেবেন ৭৬ হাজার ৩৭৯।
বুধবার ‘ডি’ ইউনিটভুক্ত জীববিজ্ঞান অনুষদেরও ভর্তি পরীক্ষা হবে। পরের দিন বৃহস্পতিবার আরও তিনটি শিফটে এই ইউনিটের বাকি শিক্ষার্থীদের পরীক্ষা হবে। ‘ডি’ ইউনিটে ৩২০ আসনের বিপরীতে আবেদনকারী ৮৭ হাজার ৭২৮। প্রথম তিনটি শিফট পরে বৃহস্পতিবার ‘ঙ’ ইউনিটের অধীন বিজনেস স্টাডিজ অনুষদ ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ-জেইউ) ভর্তি পরীক্ষা হবে।