#News#Bd#Morningtribune#latest

জাবির সেই ছাত্র ভুগছিলেন ভয়ানক বিষন্নতায়,প্রমাণে কি মিললো ?

জাবি প্রতিনিধিঃ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার পর আত্মহত্যা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আরাফাত রহমান সিয়াম (২৫) নামের এক শিক্ষার্থী। আজ মঙ্গলবার (৪ এপ্রিল) ইফতারের পর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মীর মশাররফ হোসেন হল থেকে তার মরদেহ উদ্ধার করে তার সহপাঠীরা।

 

ভারতীয় লেখক সদগুরুর লেখা ‘ডেথ’ নামে একটি বই পড়ছিলেন  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এস এম আরাফাত হোসাইন সিয়াম। গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সদগুরুর লেখা ডেথ নামের বইটি পড়ে আরাফাত আত্মহত্যার অনুপ্রেরণা পান বলে মনে করছেন তার একাধিক বন্ধু।

আরাফাতের বন্ধুদের দাবি, আরাফাত সদগুরুর ডেথ বইটি নিয়মিত পড়তেন। আরাফাতের ঝুলন্ত দেহ উদ্ধারের সময় তার টেবিলের উপরেও বইটা আমরা দেখতে পেয়েছি। আরাফাত কারও সাথে তেমন মিশতেন না। এছাড়া নানাভাবে তিনি মেডিটেশন করতেন।

এর আগে গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের বি ব্লকের ১১৫ নম্বর কক্ষ থেকে আরাফাতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন শিক্ষার্থীরা। মরদেহ উদ্ধার করে তাৎক্ষণিক বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান তারা।

৩ এপ্রিল ভোরে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন আরাফাত। ওই স্ট্যাটাসে মৃত্যু নিয়ে নানা কথা লিখেছিলেন তিনি। দীর্ঘ স্ট্যাটাসে তিনি লেখেন, জীবনকে বুঝতে হলে আগে মৃত্যুকে বুঝতে হবে। এটা কি সবকিছুর শেষ নাকি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করার একটা প্রক্রিয়া মাত্র? জীবন এবং মৃত্যু এই মহাবিশ্বে সমান্তরালভাবে একসাথে থাকে। মৃত্যু বলতে আমরা যা বুঝি তা হলো আমাদের দৈহিক মৃত্যু। কিন্তু আত্মা কখনো মরে না। আত্মার অবস্থা অনুযায়ী উচ্চ বা নিম্ন মাত্রায় চলে যায়।

তিনি আরও উল্লেখ করেন, তাহলে কি তুমি তোমার পছন্দে মরতে পারবে? সোজা উত্তর হলো, হ্যাঁ তুমি পারবে। তবে একটি বড় কিন্তু আছে! জীবনের উদ্দেশ্য পূরণ করার পরেই তুমি তোমার পছন্দে মরতে পারবে।

সহপাঠীর ভাষ্য

নাম প্রকাশে অনিচ্ছুক তার এক সহপাঠী জানান, আরাফাত হোসাইন সিয়াম মূলত দুই বছরের ইয়ার ড্রপ ছিল । সে মেধাবী ছাত্র ছিল কিন্ত কোন একটা অজানা কারণে তার জীবনে ছন্দপতন ঘটে। সে তার শিক্ষাবর্ষের জীবনে দুবছর পিছিয়ে পড়ে। তারপরেও সে সবকিছু আগের মত ঠিক করার জন্য আপ্রান চেষটা করছিল।কিন্ত পারছিল না । যারা তার কাছের মানুষ তাদের সাথে তার কিছু চ্যাট দেখলে বুঝা যায় তার মধ্যে আত্নহত্যা করার একটা চিন্তা ছিল। এ রকম কয়েকটা চ্যাটের স্ক্রিনশট প্রতিবেদকের হাতে এসে পৌঁছেছে। সে তার শিক্ষাজীবন নিয়ে ছিল ভয়ানক হতাশ। ছোট কিছু হলেই সে গলায় দড়ি দিয়ে আত্নহত্যার কথা বলত। সে দীর্ঘদিন সময় নিয়ে তার আত্নহত্যার দড়িটা প্রস্তুত করেছিল , যেমনটা থাকে ফাঁসির মঞ্চে। সে মশারফ হোসেন হলের  ১১৫/বি, সিঙ্গেল রুমে একা থাকত। যার কারণে তার মধ্যে কি চলত কেউ বুঝতে পারত না।

প্রমাণাদি

#News#Bd#Morningtribune#latest

#News#Bd#Morningtribune#latest

#News#Bd#Morningtribune#latest

আরাফাত হোসাইন সিয়ামের মৃত্যুর ব্যপারে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক বীরেন্দ্র কুমার বিশ্বাস বলেন, ৭টা ১৫ মিনিটে আমাদের এখানে আনা হয়। আমরা পরীক্ষা করে দেখি আগেই মারা গেছে। আমরা যখন লাশ পাই তখন দেখেছি রশি গলার মধ্যে গেঁথে আছে, ফাঁস লেগেই তার মৃত্যু হয়েছে।

আরাফাত সিয়ামের সহপাঠী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ৪৫ তম ব্যাচের শিক্ষার্থী টগর বলেন, দুপুরের আগে সিয়ামের কক্ষের সামনে যেয়ে কয়েকবার ডাকাডাকি করেছি। এরপর বিকেলে আরও একবার ডাকাডাকি করেছি, কিন্তু কোনো সাড়া পাইনি। পরে সন্ধ্যায় যখন আবার এসে ডাকাডাকি করছি তখন কোনো সাড়া না পেয়ে জানালার গ্লাসের ওপরের কাগজ সরিয়ে ভিতরে সিয়ামকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। তখন দরজা ভেঙে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *