#morningtribune

জাবির ‘সি’ ইউনিটের দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ

জাবি প্রতিনিধিঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তির ‘সি’ ইউনিটের দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করেছে ফলাফল প্রকাশ কমিটি। বিভিন্ন বিভাগে আসন ফাঁকএ থাকা শর্ত সাপেক্ষে এ তালিকা প্রকাশ করা হয়। ছেলে ও মেয়েদের জন্য আলাদা তালিকা বিশ্ববিদ্যালয়ের  ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যবলিঃ

১) অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্নকরণ: ১৪-৯-২০২২ থেকে ১৮-৯-২০২২ তারিখ রাত ১১:৫৯ টা পর্যন্ত।

২) অনলাইন ভর্তি প্রক্রিয়া সম্পন্নের পর ভর্তি নিশ্চিতকরণের জন্য নিম্নোক্ত কাগজপত্র শিক্ষা শাখায় জমা দিতে হবে : ১৫-১-২০২২ থেকে ২০-১-২০২২ তারিখ পর্যন্ত (সকাল ৯:৩০ টা হতে বিকাল ৪:০০ টা পর্যন্ত) শুক্রবার ও শনিবার ব্যতীত।

ভর্তিকৃত শিক্ষার্থীকে ডাউনলোডকৃত ফরমের সাথে এসএসসি ও এইচএসসি/সমমান-এর মূল সনদপত্র, নম্বরপত্র এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টার হতে সংগৃহীত মেডিক্যাল সনদপত্র বিভাগ কর্তৃক সত্যায়নপূর্বক প্রত্যেকটির ১ (এক) সেট সত্যায়িত ফটোকপি সংযুক্ত করে সংশ্লিষ্ট বিভাগীয় সভাপতি এবং ডীন-এর মাধ্যমে রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখায় জমা দিতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *