নিজস্ব প্রতিবেদক,
জাতীয় গ্রিডের সঞ্চালন লাইনে বিভ্রাট হওয়ায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। মঙ্গলবার দুপুর দুইটার পরে জাতীয় গ্রিডে এ বিপর্যয় হয়েছে বলে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ—পিজিসিবি সূত্র জানিয়েছে।
জানা গেছে, ঢাকা, চট্রগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট এবং অন্যান্য পিজিসিবির ট্রান্সমিশন-১ লাইন বিদ্যুৎবিহীন। এর ফলে দেশের প্রায় সব জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে।
পিজিসিবি সূত্র থেকে জানা যায়, জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে অনেকগুলো জেনারেশন প্লান্ট বন্ধ হয়ে গেছে। যেগুলি চালু করা সময় সাপেক্ষ। তাই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে কমপক্ষে ৭ ঘণ্টা সময় লাগতে পারে। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চালিয়ে যাচ্ছেন জাতীয় গ্রিড ও পাওয়ার প্লান্টের কর্মীরা।
বিভিন্ন জেলা প্রতিনিধিরা জানিয়েছেন, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর, জামালপুর দুপুর দুইটার পর থেকে বিদ্যুৎবিহীন।
অন্যদিকে ঢাকার কেরানীগঞ্জ, মতিঝিল, শাহজাহানপুর, খিলগাঁও ঢাকা মেডিকেল এলাকা, বকশিবাজার, গুলশান, মগবাজার, মিরপুর, নিকেতন, কেরানীগঞ্জ, বিজয়নগরসহ রাজধানীর কোনো এলাকায় বিদ্যুৎ নেই।