ঢাবি প্রতিবেদকঃ
শারদীয় দুর্গাপূজায় আগত পুণ্যার্থী ও দর্শনার্থীদের ভিড়ে এক নারীকে পেছন থেকে জড়িয়ে ধরে শ্লীলতাহানির চেষ্টা করেন এক যুবক। এর প্রতিক্রিয়ায় ওই নারী যুবকের গালে থাপ্পড় দেন। পরে ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সহযোগিতা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সম্মতি নিয়ে পুলিশ ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়।
সোমবার দুর্গাপূজার মহা অষ্টমীর সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের উপাসনালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম আফতাব হোসেন (৩২)। তিনি রাজধানীর মিরপুর এলাকার বাসিন্দা। শ্লীলতাহানির অভিযোগকারী নারীও (৩০) একই এলাকার বাসিন্দা।
https://www.facebook.com/morningtribune
জগন্নাথ হলের প্রাধ্যক্ষ মিহির লাল সাহা বলেন, সন্ধ্যায় ওই যুবককে নিয়ে এসে অভিযোগের বিষয়টি জানায় পুলিশ। পরে তাঁকে থানায় নিয়ে যায়। শাহবাগ থানার ওসি নূর মোহাম্মদ বলেন, আটক আফতাবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, আফতাব এবং ওই নারী পূর্বপরিচিত। কেউই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। আফতাব কিছুদিন ধরেই তাঁকে পছন্দ করে তাঁকে অনুসরণও করছিলেন। সে কারণেই জগন্নাথ হলে এসে এ কাণ্ড ঘটান।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, আটক আফতাব এখন থানায়। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।