ছাত্র ছুরিকাঘাত

বহিরাগত দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্র ছুরিকাঘাত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বহিরাগতের  ছুরিকাঘাতে সুজন অমিত নামে  বিশ্ববিদ্যালয়ের দুজন  ছাত্র গুরুতর আহত হয়েছেন। সুজনশিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের  অমিত ট্যুরিজম এন্ড হসপিটালিটি  ম্যানেজমেন্টের  দ্বিতীয় বর্ষের ছাত্র। রোববার রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের  এলাকায় ঘটনা ঘটে বলে জানা গেছে।

ছুরিকাঘাতে আহত ওই দুইজন ছাত্র  বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন  হলের আবাসিক ছাত্র। বর্তমানে সুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি আছেন। অপরছাত্র অমিতের অবস্থা আংশকামু্ক্ত

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘ আমরা ক্যাম্পাসে এ ধরনের ঘটনা বন্ধ করার ব্যাপারে সর্বাত্বক চেষ্টা করছি। এ জন্য পুরো  ক্যাম্পাসকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে।’

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে  ছাত্রদের আহত হওয়ার খবর নতুন  ঘটনা  নয়। এর আগে গত ২২ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকায় পিস্তলধারীদের হাতে ছিনতাই ও মারধরের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আবদুল্লাহ আল ফয়সাল। এছাড়াও, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসি,  শহীদ মিনার, বাংলা একাডেমী, ল্যাবরেটরি স্কুল, ভিসি চত্বর, সামসুন্নাহার হলের দক্ষিণ অংশ, শিববাড়ি এলাকায় প্রায়ই ভবঘুরে ও বহিরাগতদের উৎপাত দেখা যায় ।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *