ছাত্রলীগের সভাপতি-সম্পাদক

ছাত্রলীগের সভাপতি-সম্পাদক পদপ্রত্যাশীদের আবেদন শুরু কাল থেকে

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের আবেদন চেয়েছে ৩০তম জাতীয় সম্মেলন পরিচালনায় গঠিত নির্বাচন কমিশন।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার রেজাউল করিম সুজন, নির্বাচন কমিশনার আশরাফুল ইসলাম টিটন ও আরেক নির্বাচন কমিশনার শামস-ই-নোমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের নির্ধারিত ওয়েবসাইট থেকে ফরম সংগ্রহ করতে হবে। প্রয়োজনীয় তথ্যাদি ও কাগজপত্র সংযুক্ত করে নির্বাচন কমিশন বরাবর জমা দিতে হবে।

পদ-প্রত্যাশীরা আগামীকাল বুধবার (৩০ নভেম্বর) থেকে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ এর অনলাইন কমিউনিটি ওয়েবসাইট https://bsl.community থেকে ফরম সংগ্রহ করে  জমা দিতে পারবেন। আগামী ৬ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনার আশরাফুল ইসলাম টিটন বলেন, আমরা আজ থেকে অনলাইনের মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছি। আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত যে কেউ তা সংগ্রহ করে জমা দিতে পারবে। এরপর সেগুলো যাচাই-বাছাই হবে। পরবর্তী সকল সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *