ছাত্রলীগের ভুয়া প্যাড বানিয়ে নিজেকে কেন্দ্রীয় নেতা দাবি, অবশেষে বহিষ্কার

অনলাইন ডেস্ক

গত ৩১ জুলাই (সোমবার ) রাতে বাংলাদেশ ছাত্রলীগে বিভিন্ন সময়ে পদবঞ্চিত নেতাকর্মীদেরকে চিঠির মাধ্যমে পদায়ন করা হয়। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কিছু সুযোগ সন্ধানী মানুষ  ভুয়া প্যাড বানায়ে সেখানে নিজেদের কে নিজেরা বিভিন্ন পদে বসিয়ে নিজেদের নেতা ঘোষণা করছে। এমনই একটি ঘটনা ঘটেছে কমিটি ঘোষনা হবার পরপর ।  

বাংলাদেশ ছাত্রলীগের নেত্রকোনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এবং সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার অন্তর্গত গ্রিন ইউনিভার্সিটির যুগ্ম সাধারণ সম্পাদক রুমিত আয়াত সাহিদা গতকাল রাতে তার ফেসবুক ওয়ালে বাংলাদেশ ছাত্রলীগের একটি ভুয়া প্যাডে নিজে কে নির্বাহী সংসদের সদস্য দাবি করেন যা পরে জালিয়াতি  প্রমানিত হয়।  

এ ঘটনার  পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২ আগস্ট) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের সিদ্ধান্ত মোতাবেক, শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় রুমিত আয়াত সাহিদাকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।

এর আগে ২০২১ সালের ২৬ জুন নেত্রকোনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছিলেন সাহিদা।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *