#morningtribune#train#bd

চবি ভর্তিচ্ছুদের মারধর , কুমিল্লায় ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

কুমিল্লা প্রতিনিধিঃ

শিক্ষার্থীদের মারধর ও হেনস্তার অভিযোগে কুমিল্লার লাকসামে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিরতিহীন সোনার বাংলা ট্রেন অবরোধ করে রেখেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬ টার দিকে লাকসাম জংশনে আসলে ট্রেনটি আটকে দেয় তারা। পরে তাদের পাঁচ দফা দাবি মেনে নিলে তিন ঘণ্টা পর রাত সোয়া ৯টার দিকে তারা অবরোধ তুলে নেয়।

এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন লাকসাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহিতুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যায় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা শেষে বিরতিহীন সোনার বাংলা ট্রেনে ওঠে। এ সময় তারা ট্রেনের টিকিট কাটার সময় পাননি। পরে তারা বিনা টিকিটে ট্রেনে উঠে পড়ে। ট্রেনে ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটি) তাদের কাছে টিকিট চান। তারা টিকিট দেখাতে ব্যর্থ হওয়ায় জরিমানাসহ দ্বিগুণ ভাড়া আদায় করতে তোড়জোর করেন টিটি।

এ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডার হয়। এর একপর্যায়ে সংঘর্ষ তৈরি হয়। এ সময় পুলিশ ও আনসার সদস্যরা শিক্ষার্থীদের লাকসাম স্টেশনে নেমে যেতে বাধ্য করলে শিক্ষার্থীরা ওই ট্রেনের সামনেই রেললাইনে বসে ও শুয়ে পড়ে।

ওমর ফারুক নামের এক শিক্ষার্থী   জানান, তাদের পাঁচ দফা দাবি মেনে নিয়েছে রেলওয়ে কতৃপক্ষ। তাই তারা রেল লাইন থেকে সরে এসেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *