কুমিল্লা-৪ (দেবিদ্বার) এর এমপির অনুসারীদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

-মামুন হাসান (কুমিল্লা জেলা প্রতিনিধি)

মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, তীব্র গরমে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা কুমিল্লার দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের বিরুদ্ধে এবার ঝাড়ুমিছিল ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টা থেকে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের অনুসারীরা কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করেন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তীব্র গরমে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

মহাসড়কের দেবীদ্বার সদরের নিউ মার্কেটের সামনের স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এমপি রাজীর অনুসারীরা অভিযোগ করেন, চেয়ারম্যান আবুল কালাম আজাদ কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন এবং সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার ১৫ ইউনিয়ন ও পৌর এলাকার আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা ঈদগাহ মাঠে একত্রিত হন। বেলা পৌনে ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে আবুল কালাম আজাদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন তারা। বিক্ষোভ মিছিল শেষে নিউ মার্কেট স্বাধীনতা চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, কুমিল্লার দেবীদ্বার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম ওমানী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন রাজু ওরফে ভিপি বাবুল, কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শিরিন সুলতানা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, আওয়ামীলীগ নেতা হাজী এম এ কাইয়ুম ভূইয়া, উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল মান্নান মোল্লা, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, যুবলীগ নেতা ইকবাল হোসেন রুবেল, ছাত্রলীগ নেতা মামুন হাসান রুবেল প্রমুখ।

বিক্ষোভরত নেতাকর্মী

বক্তব্যে উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম ওমানী বলেন, সংসদ ভবনের এলডি হলে আমাদের নেতা ও জেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনকে লাঞ্ছিত করেছেন আবুল কালাম আজাদ। এ ছাড়া তিনি একজন উপজেলা চেয়ারম্যান হয়ে কিভাবে একজন আইনপ্রণেতার বিরুদ্ধে অশালীন আচরণ ও নানা কুরুচিপূর্ণ কথা বলেন! এসব তদন্ত করে তাকে দল থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি। অন্য বক্তারা বলেন, ১৬ জুলাই বিকেলে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. রুহুল আমিনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ। এ ছাড়া তিনি এমপি রাজী মোহাম্মদ ফখরুলের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। এ জন্য আমরা কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে আবুল কালাম আজাদকে দ্রুত বহিষ্কারের দাবি করছি। পাশাপাশি তার বিচার দাবি করছি। দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, আমরা এ ঘটনায় সতর্ক অবস্থানে রয়েছি। বিক্ষোভকারীদের সড়ক থেকে সরে যেতে বলা হয়েছে। ১২টা ১৫ মিনিট থেকে যানচলাচল স্বাভাবিক রয়েছে। তবে কিছুটা ধীরগতি রয়েছে। এর আগে আবুল কালাম আজাদকে কিল-ঘুষি মারার প্রতিবাদে দেবীদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল, বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন চেয়ারম্যানের সমর্থকরা। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা। এ সময় এমপির বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন তারা। প্রসঙ্গত, ১৬ জুলাই বিকেলে জাতীয় সংসদ ভবনের এলডি হলে দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভার একপর্যায়ে সংসদ সদস্য রাজি মোহাম্মদ ফখরুল উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদকে কিল-ঘুষি মারেন। জবাবে চেয়ারম্যানও এমপির ওপর চড়াও হন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *