কানাডা#News#Bd#Morningtribune#latest

কানাডাতে উচ্চশিক্ষা নিয়ে, আপনার ১৪টি প্রশ্নের উত্তর

নাজিম উর রহমান

বিদেশি শিক্ষার্থীদের পড়ালেখার জন্য এখন কানাডা জনপ্রিয় হয়ে উঠছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিবছর অসংখ্য শিক্ষার্থী এই দেশে পড়তে যাচ্ছেন। ২০২১ সাল পর্যন্ত দেশটিতে ৬ লাখ ২১ হাজার ৬৫৬ জন শিক্ষার্থী পড়াশোনা করেছেন। সহজ অভিবাসন নীতি ও প্রাকৃতির সৌন্দর্যের কারণে অনেকেই এখন পড়াশোনার জন্য কানাডাকে বেছে নিচ্ছেন।বৃত্তির অধীনে বা নিজস্ব অর্থায়নে প্রতিবছর বহু শিক্ষার্থী বাংলাদেশ থেকে কানাডায় পড়তে যাচ্ছে। যে হারটা দিন কি দিন বাড়ছে। কানাডার উচ্চশিক্ষা সম্পর্কে জানতে সে দেশে বসবাসরত বেশ কয়েকজন শিক্ষার্থী, গবেষক ও পেশাজীবীর সঙ্গে কথা বলেছে মর্নিং ট্রিবিউন । আজকে আমাদের সাথে আছেন সাইনা জুবায়ের । বর্তমানে তিনি কানাডায় একটি এনজিওতে সোশ্যাল সার্ভিস ওয়ার্কার হিসাবে যুক্ত আছেন।

মর্নিং ট্রিবিউনঃ বর্তমানে আপনি কোন বিশ্ববিদ্যালয়ে,কোন প্রোগ্রামে ভর্তি আছেন?

সাইনা জুবায়েরঃ আমি টরোন্টোর সেনেকা কলেজ থেকে দুই বছরের পোস্টগ্রাজুয়েট ডিপ্লোমা করেছি। আমার ডিপ্লোমা শেষ হয়েছে সাল ২০২০ এ। আমার কোর্স ছিলো “social service worker”

মর্নিং ট্রিবিউনঃ বাংলাদেশে আপনি কোন বিশ্ববিদ্যালয়ে এবং কোন প্রোগ্রামে অধ্যায়নরত ছিলেন ?

সাইনা জুবায়েরঃ আমি দেশে থাকতে এম.বি.বি.এস কোর্সে ছিলাম সিলেট উইমেন্স মেডিকেল কলেজে।

মর্নিং ট্রিবিউনঃ আবহাওয়ার সাথে কতটুকু খাপ খাইয়ে নিতে পেরেছেন ?

সাইনা জুবায়েরঃ প্রথম প্রথম এসে আবহাওয়া টা মানিয়ে নিতে সবারই কষ্ট হয়। গ্রীস্মপ্রধান দেশের মানুষ এখানে এসে মাইনাস এক থেকে শুরু করে মাইনাস ২৭/২৮ (আমার পাওয়া সর্বনিম্ন কিন্তু এর থেকেও কম হয় অন্যান্য প্রভিন্স এ) এর টেম্পারেচার শুনেই ঘাবড়ে যাওয়াটা স্বাভাবিক। প্রতিদিন ভালো করে সেদিনের টেম্পারেচার চেক করে ঐ অনুযায়ী লেয়ার করে বের হওয়াটা প্রয়োজন। এখানে থাকা শুরু করলে সবাই ধীরে ধীরে বোঝা শুরু করে কত টেম্পারেচার এ কেমন জ্যাকেট, জুতো, লেয়ারিং করা লাগবে৷ কয়েকদিন পর সবাই অভ্যস্ত হয়ে পড়ে।

মর্নিং ট্রিবিউনঃ স্নাতকের জন্য কি বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যায়?

সাইনা জুবায়েরঃ  হ্যাঁ । অবশ্যই করা যায়। মাস্টার্স এ আসাটা অনেক দিক থেকে উপকারী, এখানে স্কলারশিপ এর সুযোগ বেশি, পিআর এর জন্যে পয়েন্ট পাওয়া যায় ভালো।

মর্নিং ট্রিবিউনঃ কানাডায় পড়াশোনার ধরন কেমন বাংলাদেশের তুলনায়?

সাইনা জুবায়েরঃ আমি আমার দুটো বছরের পড়া খুব উপভোগ করেছি। ওদের পড়ানোর ধরন খুবই মজার, ভিন্ন ও ক্লাসরুমের আলোচনা ভীষণ প্রানবন্ত। যেকোন ধরনের ছোট বড়ো সমস্যায় প্রফেসার দের কে পাওয়া যায়। আমি এই ব্যাপারে সমস্ত ভবিষ্যৎ শিক্ষার্থীদের উৎসাহ দিবো, যেকোন কনফিউশান এ বিনা দ্বিধায় টিচারদের সাথে আলাপ করা আর ইমেইল করা ভালো।

 

#News#Bd#Morningtribune#latest

ছবিঃকানাডার রাস্তায় লেখক

মর্নিং ট্রিবিউনঃ কানাডায় লেখাপড়ার জন্য বৃত্তির কী কী সুযোগ আছে?

সাইনা জুবায়েরঃ  দুর্ভাগ্যবশত,ইন্টারনেশনাল স্টুডেন্ট দের বৃত্তির সুযোগ কিছুটা কম তবে আছে। সাধারণত ক্যানাডার সরকারি ওয়েবসাইটে, (canada.gc.ca) ,এসব বৃত্তির লিস্ট আছে। অনেক আগে থেকে খোজ নিয়ে এপ্লাই করে রাখলে বৃত্তি পাওয়া সম্ভব। ইন্টারনেট ঘেটে সেসব ইউনিভার্সিটির লিস্ট ও পাওয়া যাবে যেখানে ওরা ইন্টারনেশনাল স্টুডেন্টদের জন্যে সে সুযোগ রাখে।

মর্নিং ট্রিবিউনঃ কানাডায় বৃত্তির জন্য কী কী যোগ্যতা লাগে?

সাইনা জুবায়েরঃ  অনেক আগে থেকে এপ্লাই করে রাখতে হয়, সর্বোপরি মার্ক্স ৮০% এর মতো থাকা লাগে আরো কিছু যোগ্যতা লাগে যে ব্যাপারে আমি বেশি জানি না।

মর্নিং ট্রিবিউনঃ কানাডায় লেখাপড়ার জন্য আইইএলটিএস স্কোর কতটা গুরুত্বপূর্ণ?

সাইনা জুবায়েরঃ  অনেক গুরুত্বপূর্ণ। কলেজ অথবা ইউনিভার্সিটি তে এপ্লাই এর জন্যে সর্বোপরি ৬.৫ অভারঅল থাকা লাগে।

 মর্নিং ট্রিবিউনঃ এসওপি ভিসা প্রাপ্তির ক্ষেত্রে কতটুকু কার্যকর?

সাইনা জুবায়েরঃ এস ও পি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, ভালো এবং সৎভাবে লেখা, সোজাসাপটা ভাবে লেখাটা অত্যন্ত জরুরি। এই লেটার ই ইমিগ্রেশন অফিসারকে সন্তুষ্ট করবে ভিসা পাওয়ার ক্ষেত্রে। কেন পড়তে যেতে চাচ্ছেন, কেন এই সাবজেক্ট নির্বাচন করলেন, এতে করে দেশে এসে আপনি এই পড়াকে কিভাবে কাজে লাগাতে পারবেন আর আপনার দেশে ফিরে আসার “ties” অথবা কোন বন্ধনের টানে আপনি দেশে ফিরে আসবেন তা অফিসারকে কনভিন্স করতে হবে৷

মর্নিং ট্রিবিউনঃ কানাডায় জীবনযাত্রার ব্যয় কেমন?

সাইনা জুবায়েরঃ এটা কোথায় থাকছেন তার ওপর ভিত্তি করে। টরেন্টোর মত ব্যাস্ত,বড় শহরে স্বাভাবিকভাবেই জীবনযাত্রার ব্যয় একটু বেশি। এক রুমের রেন্ট এ থাকতে হলে এখানে ৬০০ থেকে ৮০০, ৮৫০ ডলার মাসিকভাবে দিতে হতে পারে। কভিড পরবর্তী জিনিসপত্রের দাম বাড়ায় একজন মানুষের জন্য মাসিক বাজার প্রায় ২০০/৩০০ ডলার হতে পারে। এরপর পাব্লিক বাস, অথবা গাড়ির গ্যাস ইত্যাদি আছেই। পুরোপুরি ডিপেন্ড করে কোন শহরে, কোন এরিয়াতে থাকছেন।

মর্নিং ট্রিবিউনঃ  বৃত্তি ছাড়া লেখাপড়া চালিয়ে যেতে খরচ কেমন হয় ?

সাইনা জুবায়েরঃ ইন্টারনেশনাল স্টুডেন্ট রা এখানে ডোমেস্টিক থেকে তিন গুন বেশি ফিস দেয়। একেকটা সেমিস্টারে  প্রায়  ৭০০০ থেকে ৮০০০ ডলার দেয়া লাগে। তাও বাসা থেকে ব্যাক আপ নেয়া লাগবে এই ব্যাপারে প্রস্তুত থাকা ভালো। কাজ থেকে টাকা জমিয়ে হয়ত থাকা খাওয়ার ভাড়া উঠতে পারে তবে পড়ার খরচ কষ্টসাধ্য হবে

মর্নিং ট্রিবিউনের অফিসিয়াল ফেসবুক পেইজ

মর্নিং ট্রিবিউনঃ  স্কিল বাড়ানোর জন্য কোনো কোর্স করার সুযোগ আছে?

সাইনা জুবায়েরঃ আছে। এখানে এক বছরের গ্র‍্যাজুয়েট সার্টিফিকেট কোর্স আছে যেসব স্কিল বাড়াতে সাহায্য করবে। কলেজের দুই বছরের ডিপ্লোমাও এতে হেল্প করে।

জার্মানে উচ্চশিক্ষা নিয়ে জানতে পড়ুন

জার্মানিতে উচ্চশিক্ষা নিয়ে, আপনার ৩০টি প্রশ্নের উত্তর

মর্নিং ট্রিবিউনঃ   কানাডায় পড়ালেখার পাশাপাশি কাজ করার সুযোগ আছে?

সাইনা জুবায়েরঃ  হ্যাঁ। তবে স্টুডেন্ট হিসেবে ফুল টাইম কাজ করার অনুমতি নেই। মানে, সপ্তাহে ২০ ঘন্টা অতিক্রম করা যাবে না।

মর্নিং ট্রিবিউনঃ  কানাডায় পড়ালেখা করে সে দেশে চাকরির সুযোগ কেমন?

সাইনা জুবায়েরঃ  ভালো। কানাডার ডিগ্রিকে ওরা প্রাধান্য দেয় আর আরো বেশি প্রাধান্য দেয় ওরা এক্সপিরিয়েন্স কে। একেবারে শুরুর দিকে সময় লাগে চাকরি পেতে। তবে ধৈর্য আর অধ্যবসায় এর মাধ্যমে লেগে থাকতে হবে, হার মানা যাবে না। একবার কোন জব পেয়ে গেলে অন্যান্য জবে জাম্প করাটা সহজ হয়ে পড়ে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *