অনলাইন ডেস্ক: মরণঘাতী করোনা ভাইরাসের তাণ্ডব এখনও চলমান। এখনও প্রতিদিন আক্রান্তের তালিকায় উঠে আসছে নতুন নতুন নাম। এবার এই মহামারিতে আক্রান্ত হয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ইসি এই তথ্য জানিয়েছে। হাবিবুল আউয়াল করোনায় সংক্রমিত হওয়ায় তার অনুপস্থিতিতে সিইসির রুটিন দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান। ইসি সূত্র জানায়, আজ বৃহস্পতিবার কমিশন এ-সংক্রান্ত আদেশ জারি করবে।
বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কর্মপরিকল্পনা’ প্রকাশ করে ইসি। এই কর্মপরিকল্পনা প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাবিবুল আউয়ালের উপস্থিত থাকার কথা ছিল। অনুষ্ঠানে জানানো হয়, অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
আজ সকালে নির্বাচন কমিশনারদের নিজের করোনায় সংক্রমিত হওয়ার খবর জানান সিইসি।