#News#Bd#Morningtribune#latest

এমআইএসটির ফল প্রকাশ, ভর্তি শুরু ২ এপ্রিল

শিক্ষা ডেস্কঃ

মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়টির ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশিত হয়।

ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি নির্দেশিকায় বলা হয়েছে, প্রথম মেধাতালিকায় উত্তীর্ণ ভর্তিচ্ছুদের আগামী ০২ এপ্রিল থেকে ০৫ এপ্রিল পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। ভর্তিচ্ছুরা সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি হতে পারবেন। ভর্তির সময় প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে।

ভর্তির পূর্বে অবশ্যই ভর্তিচ্ছুকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। ভর্তি পরীক্ষার রোল নম্বর, ইউজার আইডি, জন্ম তারিখ দিয়ে এ নিবন্ধন সম্পন্ন করা যাবে। প্রথম মেধাতালিকার ভর্তি শেষে আসন খালি থাকা সাপেক্ষে আগামী ০৬ এপ্রিল দ্বিতীয় মেধাতালিকা প্রকাশিত হবে।

আসন সংখ্যা
সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ৬০টি, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ে ৬০টি, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ৬০টি, অ্যারোনেটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৫০টি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৬০টি, নেভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে ৪০টি, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে ৪০টি আসন রয়েছে।

এছাড়া নিউক্লিয়ার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ে ৪০টি,  ইনভাইরনমেন্টাল, ওয়াটার রিসোর্স এন্ড কস্টাল ইঞ্জিনিয়ারিংয়ে ৬০টি, ইনজাস্ট্রিয়াল প্রোডাকশন এন্ড ইঞ্জিনিয়ারিংয়ে ৬০টি, মাইনিং এন্ড পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ে ৬০টি এবং আর্কিটেকচারে রয়েছে ২৫টি আসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *