ইবি

ইবির জিয়া হলের প্রভোস্টকে মৃত ঘোষণা করে পোস্টারিং!

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জিয়াউর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. মনজুরুল হককে ‘মৃত’ ঘোষণা করে হলের দেয়ালে পোস্টার সাঁটিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। হলের নানা সমস্যা নিয়ে তাকে বারবার বলার পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় এরকম পোস্টার সাঁটানো হয়েছে বলে জানান শিক্ষার্থীরা। পোস্টারে উল্লেখ করা হয়, ‘প্রভোস্ট স্যারের অকাল মৃত্যুতে আমরা জিয়া হলবাসী গভীরভাবে শোকাহত।

রোববার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে হলের প্রভোস্ট কার্যালয়ে মৃত্যুর শোক প্রকাশের পোস্টার সাঁটানো দেখা যায়। পোস্টারে উল্লেখ করা হয়, প্রভোস্ট স্যারের অকাল মৃত্যুতে আমরা জিয়া হলবাসী গভীরভাবে শোকাহত।

জানা গেছে, ভর্তিচ্ছুদের কাছ থেকে অতিরিক্ত ১০০ টাকা নেওয়াসহ হলের নানা সমস্যা সমাধানে রোববার দুপুরের দিকে আন্দোলন শুরু করেন। এরপর দেড়টার দিকে শিক্ষার্থীরা হল কর্মকর্তাদের কাছে অতিরিক্ত টাকা নেওয়ার কারণ জানতে চাইলে, একজন বিনা বেতনে কাজ করেন তার জন্য নেওয়া হচ্ছে বলে জানান হল কর্মকর্তা। একই সঙ্গে শিক্ষার্থীদের হুমকি-ধমকিও দেন। পরে শিক্ষার্থীরা প্রভোস্ট কার্যালয়ে তালা দেন। এ সময় দুজন আবাসিক শিক্ষক অবরুদ্ধ হয়ে পড়েন। প্রভোস্টকে মোবাইলে ফোন দিলে আসবেন না জানালে, আড়াইটার দিকে শোক প্রকাশের পোস্টার সাঁটিয়ে দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে রিডিং রুমে বেঞ্চ সংকটসহ নানা সমস্যায় জর্জরিত হলটি। এ ছাড়াও প্রভোস্ট নিয়মিত হলে আসেন না, নেন না কোনো খোঁজও।

হলের প্রভোস্ট অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, কোনো কর্মকর্তা টাকা বেশি নিয়েছে সেটার ব্যবস্থা প্রশাসন নেবে। এজন্য হলের কর্মকর্তা ও আবাসিক শিক্ষকদের হেনস্তা করা ঠিক না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *